বহরমপুর, 8 মে : গানের মাধ্যমে কোভিড চিকিৎসার দিশা দেখাচ্ছেন মুর্শিদাবাদ কোভিড হাসপাতালের চিকিৎসকরা ৷ মিউজিক ফেরাপি দিয়েই চলছে করোনা আক্রান্তদের চিকিৎসা । কাচের ঘরের বাইরে থেকে গান গাইছেন একদল চিকিৎসক ও নার্স । আর কাচের ঘরে শুয়ে জীবনী শক্তি সঞ্চয় করছেন কোভিড আক্রান্তরা ।
এই কাচের ঘরের মধ্যে রয়েছেন কোভিড আক্রান্ত মুমূর্ষু রোগীরা । বিচ্ছিন্ন দ্বীপে নির্বাসনের মতো কাচের ঘরের ঘেরাটোপে স্বজন-বান্ধবহীন হয়ে রোজ প্রতি মুহূর্তে ওঁরা পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে । মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোভিড হাসপাতালের শতাধিক রোগীর নিয়মিত শুশ্রূষা, ওষুধ খাওয়ানো আর জটিল চিকিৎসা পদ্ধতির ফাঁকে রোগীদের একটু হলেও চাঙ্গা করতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিউজিক থেরাপির দ্বারস্থ হয়েছেন ৷ শনিবার বহরমপুর কোভিড হাসপাতালে সিস্টার, জুনিয়র ডাক্তারদের সঙ্গে গলা মিলিয়ে গান গাইলেন হাসপাতাল সুপার অমিয় কুমার বেরা, মামুন কবীর, অনির্বাণ দত্তরা ।