পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Worker Death: শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া সামশেরগঞ্জে - পরিযায়ী শ্রমিকের মৃত্যু

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের (Worker Death) ৷ মৃত শ্রমিকের স্ত্রী ও তিন সন্তান রয়েছে ।

Murshidabad Migrant Worker dies in Kharagpur
Murshidabad Worker dies in Kharagpur

By

Published : Oct 23, 2022, 7:39 PM IST

সামশেরগঞ্জ, 23 অক্টোবর: রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ফের মৃত্যু হয়েছে এক শ্রমিকের (Worker dies in Kharagpur) । মৃত ওই শ্রমিকের নাম সেতাবুল শেখ(32)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার দোগাছি গ্রামে ।

দিনদুয়েক আগেই খড়গপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তিনি ৷ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় শ্রমিকের । একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে পরিবার । রবিবার ময়নাতদন্তের পরেই দেহ নিয়ে আসা হবে ।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দোগাছি গ্রামের বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে খড়গপুরে গিয়েছিলেন সেতাবুল শেখ । শনিবার দিন এক বেলা কাজও করেন তিনি । তারপরেই দুপুর নাগাদ ঘরে ফিরে খাওয়ার পরেই অসুস্থ বোধ করেন সেতাবুল । মুখ দিয়ে রক্ত-সহ বেশ কিছু উপসর্গ লক্ষ করা যায় তাঁর শরীরে ৷ সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন । রাতেই মৃত্যু হয় তাঁর (Worker Death) ।

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের

আরও পড়ুন:স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী ? মুর্শিদাবাদ দু'টি মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন

মৃত শ্রমিকের স্ত্রী ও তিন সন্তান রয়েছে । পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সেতাবুল । জেলায় কাজ না থাকায় বাধ্য হয়েই বাইরে শ্রমিকের কাজে গিয়েছিলেন । প্রশাসন ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মৃতের পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details