কান্দি, 28 এপ্রিল :মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে অনূর্ধ্ব 14 খো-খো খেলোয়াড়রা আন্তঃজেলা প্রতিযোগিতায় রওনা দিচ্ছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার (Murshidabad under 14 girls and boys are participant in inter district kho kho tournament) ৷
এই প্রতিযোগিতার জন্য কান্দি মোহনবাগান মাঠে সবুজ ঘাসে ওরা মন দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা সিলেকশন ম্যাচ খেলতে ৷ সেখানে ওরা নিজের সেরাটা দিয়ে ম্যাচ খেলছে ৷ তারপর 12টি ছেলে ও 12টি মেয়ে আন্তঃজেলা প্রতিযোগিতায় যাওয়ার জন্য সুযোগ পেয়েছে ৷
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের দুটি খো-খো ক্লাব এবং জেলার নানান প্রান্তে খো-খো খেলোয়াড়দের মধ্যে যারা অনূর্ধ্ব 14 ছেলে ও মেয়ে আছে, তাদের নিয়ে একটি ক্যাম্প করা হচ্ছে কান্দি মোহনবাগান মাঠে। সিলেকশন ম্যাচে জিতে যারা সুযোগ পেয়েছে তাদেরকেই এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।