পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 14, 2021, 12:56 PM IST

ETV Bharat / state

Manipur Ambush : মণিপুরে জঙ্গি হানায় শহিদ মুর্শিদাবাদের জওয়ান শ্যামল দাস

গতকাল সকালে মণিপুরে জঙ্গিরা আক্রমণ চালায় কম্য়ান্ডিং রাইফেলসের কনভয়ের উপর ৷ ঘটনাস্থলে প্রাণ হারান অফিসার, তাঁর স্ত্রী, সন্তান ৷ মারা যান অফিসারের গাড়িচালক শ্যামল দাস ৷

শহিদ জওয়ান শ্যামল দাস
শহিদ জওয়ান শ্যামল দাস

খড়গ্রাম (মুর্শিদাবাদ), 14 নভেম্বর : মণিপুরে জঙ্গি হানায় শহিদ হলেন রাজ্যের বীর জওয়ান ৷ শনিবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে 100 কিলোমিটার উত্তরে, মায়ানমার সীমান্তের কাছে চূড়াচন্দপুর জেলার তিঙ্ঘাত মহকুমা এলাকায় হামলা চালায় জঙ্গিরা । সেনা সূত্রে জানা গিয়েছে, সকাল 11টা নাগাদ অসম রাইফেলের একটি কনভয় সেখান দিয়ে যাচ্ছিল । সেই সময় জঙ্গিদের আক্রমণে 46তম অসম রাইফেলের এক কম্যান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠী , তাঁর স্ত্রী এবং 8 বছরের ছেলের মৃত্যু হয় ঘটনাস্থলে । মারা যান ক্যুইক রেসপন্স টিমের 3 জওয়ান, পরে আরও 1 জওয়ানের মৃত্যু হয় । এই হামলাতেই প্রাণ হারিয়েছেন কম্যান্ডিং অফিসারের গাড়িচালক মুর্শিদাবাদের শ্যামল দাস ৷

আরও পড়ুন : Manipur Ambush: মণিপুরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, কম্যান্ডিং অফিসার ও পরিবার-সহ মৃৃত 7

শহিদ জওয়ান শ্যামল দাস মুর্শিদাবাদের কান্দি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রামের বাসিন্দা । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে । স্ত্রী সুপর্ণা দাস জানালেন, শ্যামল দাসের অফিস থেকে বাড়িতে ফোন এসেছিল ৷ তাঁরা জওয়ানের বাবার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ৷ সেখান থেকেই খবর পান পরিবারের সদস্যরা ৷ কিন্তু স্ত্রী সুপর্ণা দাস এখনও বুঝতে পারছেন না, কী ভাবে তাঁর স্বামী প্রাণ হারালেন ৷ তিনি বলেন, "কী করে হল, আমি কিছু জানি না ৷ বোমা ফেলা হয়েছিল না গুলিতে, এখনও কিছু জানি না ৷"

নিহত জওয়ান শ্যামল দাসের বাড়িতে ভিড় করেছেন গ্রামবাসীরা

স্ত্রীর আক্ষেপ বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর কথা হয়নি ৷ সুপর্ণা দাস জানালেন জওয়ান শ্যামল দাস বলেছিলেন, "আমি ফোন করলে ফোনটা ধরো ৷ তুমি নিজে থেকে ফোন করো না ৷" তাই শ্যামল ফোন করলে তবেই স্ত্রীর সঙ্গে কথা হত ৷ শহিদ শ্যামল দাসের একটি 8 বছরের সন্তান রয়েছে ৷ তাঁর নিথর দেহ ফেরার অপেক্ষায় পরিবার-সহ গ্রামবাসী ।

ABOUT THE AUTHOR

...view details