বহরমপুর, 30 এপ্রিল: সরানো হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তথা ভাইস প্রিন্সিপাল(MSVP) দেবদাস সাহাকে । কোরোনায় মৃত্যু নিয়ে সরকারি নির্দেশিকা সামনে আসতেই তাঁর বদলির নির্দেশ আসে । কোরোনায় মৃত্যু নিয়ে সরকারি নির্দেশিকা ফাঁস হতেই তাঁর উপর কোপ পড়েছে বলে অভিযোগ অধীর চৌধুরির ।
আজ স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপার দেবদাস সাহাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হয়েছে । তাঁর জায়গায় আনা হয়েছে শর্মিলা মল্লিককে ।
সরানো হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সুপারকে
চিকিৎসকদের রোস্টারের নিচে নির্দেশ আকারে লেখা রয়েছে, কোরোনায় মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেটে যেন তার উল্লেখ না থাকে । রোস্টারের নিচের অংশে MSVP দেবদাস সাহার সই স্পষ্ট ।
বদল সুপারের
অধীর চৌধুরির অভিযোগ, কোরোনায় মৃত্যু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার । রাজ্যের সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই কোপ পড়েছে দেবদাস সাহার উপর ।
TAGGED:
কোরোনা ভাইরাস