মুর্শিদাবাদ, 21 অক্টোবর: বন্যায় (Murshidabad Flood) বানভাসি জাতীয় সড়ক ৷ লোহার পরিত্যক্ত সেতু দিয়ে পার হতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক কর্মী (Worker Drowned)৷
ফরাক্কা-ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে পাহাড়ের নদীর জলের তোড়ে ফের জলের তলায় ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা । একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে 80 নম্বর জাতীয় সড়ক । জাতীয় সড়ক বন্ধ থাকায় বিকল্প রাস্তা হিসেবে এনটিপিসির লোহার সেতু ব্যবহার করা হচ্ছে ৷ সেই সেতুর উপর দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে তার থেকে পড়ে গিয়ে জলে তলিয়ে গেলেন ফরাক্কা এনটিপিসির এক ঠিকা শ্রমিক । বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । তলিয়ে যাওয়া ওই শ্রমিকের নাম প্রভু সিং । বয়স 51 বছর । তাঁর বাড়ি নিশিন্দ্রা গ্রামে । এখনও মেলেনি প্রভু সিংয়ের দেহ ।