পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Worker Drowned : বানভাসি জাতীয় সড়ক, পরিত্যক্ত সেতু দিয়ে পারাপারের সময় তলিয়ে গেলেন ব্যক্তি - এনটিপিসি কর্মীর মৃত্যু

বন্যায় (Murshidabad Flood) ভেসে গিয়েছে জাতীয় সড়ক ৷ সেই কারণে ফরাক্কায় লোহার সেতু দিয়ে পার হতে গিয়ে পড়ে তলিয়ে গেলেন এক এনটিপিসি কর্মী (Worker Drowned)৷

Murshidabad Flood: ntpc worker drowned while crossing through a bridge
বন্যায় ভেসেছে জাতীয় সড়ক, সেতু দিয়ে পারাপারে তলিয়ে গেলেন এনটিপিসি কর্মী

By

Published : Oct 21, 2021, 7:31 PM IST

মুর্শিদাবাদ, 21 অক্টোবর: বন্যায় (Murshidabad Flood) বানভাসি জাতীয় সড়ক ৷ লোহার পরিত্যক্ত সেতু দিয়ে পার হতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক কর্মী (Worker Drowned)৷

ফরাক্কা-ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে পাহাড়ের নদীর জলের তোড়ে ফের জলের তলায় ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা । একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে 80 নম্বর জাতীয় সড়ক । জাতীয় সড়ক বন্ধ থাকায় বিকল্প রাস্তা হিসেবে এনটিপিসির লোহার সেতু ব্যবহার করা হচ্ছে ৷ সেই সেতুর উপর দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে তার থেকে পড়ে গিয়ে জলে তলিয়ে গেলেন ফরাক্কা এনটিপিসির এক ঠিকা শ্রমিক । বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । তলিয়ে যাওয়া ওই শ্রমিকের নাম প্রভু সিং । বয়স 51 বছর । তাঁর বাড়ি নিশিন্দ্রা গ্রামে । এখনও মেলেনি প্রভু সিংয়ের দেহ ।

আরও পড়ুন:Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে 14 দিনের পুলিশি হেফাজত মিঠু হালদারের

জানা গিয়েছে, ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের ফলে গুমানি নদীর জলের তোড়ে বানভাসি ফরাক্কা ঝাড়খণ্ড 80 নম্বর জাতীয় সড়ক । ফলে বিকল্প রাস্তা হিসেবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যাতায়াত শুরু করেছেন । আর তাতেই ঘটল বিপত্তি । রাস্তা পারাপারের সময় সেতু থেকে পা ফসকে জলে পড়ে যান এনটিপিসির ঠিকা শ্রমিক প্রভু সিং । ঘটনার খবর পেয়ে ছুটে যায় ফারাক্কা থানার পুলিশ । নিখোঁজ শ্রমিকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি ।

আরও পড়ুন:Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়ল মহার্ঘ ভাতা

ABOUT THE AUTHOR

...view details