সামশেরগঞ্জ, 25 ডিসেম্বর: কাঁচাবাদাম গান গেয়ে ভুবনজোড়া খ্যাতি পেয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সেই পথ ধরেই বিখ্যাত হতে গান বেঁধেছেন ধুলিয়ানের মৎস্যজীবী রঞ্জিত মণ্ডল (Fisherman Song Goes Viral)। মাছ ধরা নৌকায় বসে তাঁর লেখা সেই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তাতেই আশায় বুক বাঁধছেন মৎস্যজীবী (Murshidabad News)।
গলায় বাদামে ভরা ঝুড়ি ঝুলিয়ে গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন ভুবন বাদ্যকর ৷ শুধু রাজ্যের বাইরে নয়, সেই গানই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল বিদেশের মাটিতেও ৷ এ বার নৌকার মধ্যে গান গেয়ে ভাইরাল ধুলিয়ানের রঞ্জিত মণ্ডল । বাবা, মা, দুই ছেলে ও বউকে নিয়ে সাতজনের যৌথ পরিবার । রঞ্জিত ধুলিয়ান পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের লালপুরের গুড়িয়াপাড়ার বাসিন্দা । পেশাগত দিক দিয়ে নির্দিষ্ট কোনও কাজের উপর নির্ভরশীল নন তিনি । কখনও ফেরি করেন, আবার কখনও ফুচকা তৈরি করে বিক্রি করেন । এরই মধ্যে আবার যখন তিনি সুযোগ পান, তখন নৌকা নিয়ে বেরিয়ে পড়েন মাছ শিকারে । মা গ্রামে গ্রামে হলুদ বিক্রি করে ছেলের সংসারে নুন-তেলের জোগান দেন । বাঁশের বেড়ার ঘরে বাস । এখনও আবাস যোজনায় ঘর মেলেনি । তাতে আক্ষেপ নেই । উপার্জনের টাকা দিয়ে ঘর তৈরির স্বপ্ন দেখছেন রঞ্জিত । মাছ ধরে দৈনিক উপার্জন দুশো থেকে তিনশো টাকা ।
আরও পড়ুন:দাদাগিরির মঞ্চে বাদাম কাকু, থাকবেন তৃণমূল যুবনেতা দেবাংশুও