পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অধীরের বাসভবনে হামলার প্রতিবাদে বহরমপুরে কংগ্রেসের মিছিল - হুমকি কংগ্রেসের

দিল্লিতে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরির বাসভবনে হামলার প্রতিবাদে বহরমপুরে মিছিল কংগ্রেসের ৷ কোনও রাজনৈতিক দল এই হামলার সঙ্গে যুক্ত থাকলে তাদের রেয়াত করা হবে না ৷ হুঁশিয়ারি বহরমপুর টাউন কংগ্রেসের ৷

cong protest rally at baharampu
হুমকি কংগ্রেসের

By

Published : Mar 3, 2020, 10:53 PM IST

Updated : Mar 3, 2020, 11:25 PM IST

বহরমপুর, 3 মার্চ : অধীর চৌধুরির বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক দলের সংযোগ থাকলে জেলায় সেই রাজনৈতিক তাদের পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হবে ৷ হুমকি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের । আজ বিকেলে দিল্লিতে অধীর চৌধুরির বাসভবনে হামলার অভিযোগ ওঠে । তার প্রতিবাদে আজ বহরমপুরে মিছিল করে বহরমপুর টাউন কংগ্রেস ।

জেলা কংগ্রেসের দাবি, আজ সংসদে অমিত শাহর পদত্যাগ দাবি করে অধীর চৌধুরি ৷ তারপরই তাঁর বাড়িতে দুস্কৃতীরা হামলা চালায় ৷ জেলা কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, সেই সময় বাসভবনে ছিলেন না অধীরবাবু । খবর পেয়েই তিনি চলে আসেন ৷ পুরো ঘটনা CCTV-তে ধরা পড়েছে ৷

বহরমপুরে কংগ্রেসের মিছিল

আজ রাত আটটা নাগাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলে পা মেলায় কয়েকশো অধীর অনুগামী । তাঁরা বলেন, "এইভাবে হামলা করে অধীর চৌধুরিকে দমানো যাবে না। অধীর চৌধুরি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এসেছেন ৷ আর করবেনও ৷"

Last Updated : Mar 3, 2020, 11:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details