বহরমপুর, 11 অক্টোবর: দুর্গাপুজো মানেই বিভিন্ন মণ্ডপ সেজে উঠবে রকমারি থিমে । তবে থিমের পাশাপাশি প্রতিমাতেও বৈচিত্র্য দেখা যাচ্ছে ৷ শুধু মাটি নয়, পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়েই এখন তৈরি হচ্ছে মাতৃমূর্তি ৷ তেমনই এক দৃষ্টান্ত দেখা গেল বহরমপুরের সৈদাবাদে । তবে এটা প্রথমবার নয়, শিল্পী রাজেশ দাস নিজের বাড়িতেই প্রতিবছর তৈরি করেন কাগজের দুর্গা ৷ এবার এই প্রতিমা দেখা যাবে মুর্শিদাবাদ জেলারই কান্দিতে অবস্থিত ছাতিনাকান্দির একটি পুজো মণ্ডপে ।
কেবলমাত্র কার্টিজ পেপার, প্যাস্টেল পেপার এবং আঠা ব্যবহার করে শিল্পী রাজেশ দাস তৈরি করেছেন দুর্গামূর্তি ৷ 12 ফুট উচ্চতা এবং সপরিবারে প্রতিমার দৈর্ঘ্য 18 ফুট ৷ আড়াই মাস ধরে শিল্পী এই মূর্তি তৈরি করছেন । প্রতিকৃতি থেকে শুরু করে সাজ-অলংকার সবকিছুই তৈরি হচ্ছে মাত্র দুই প্রকার কাগজ দিয়ে ।
আরও পড়ুন : কাগজের দুর্গা তৈরি দুর্গাপুরের নবম শ্রেণির ছাত্রের
শিল্পীর কথায়, "পুজোর শেষে যাতে বাড়িতে সংরক্ষণ করা যায় তাই এই কাগজের দুর্গা তৈরি করি ৷ মূলত, ছবি আঁকতে যে কাগজ ব্যবহার করা হয় সেই কাগজ দিয়েই সপরিবারে প্রতিমাটি তৈরি করা হয়েছে ৷"