বহরমপুর, 25 জুলাই: বিভিন্ন সময় আমরা সমাজের নানা প্রতিষ্ঠিত মানুষকে ভিন্নরূপে দেখে থাকি ৷ এবার পেয়ারা বিক্রেতার ভূমিকায় দেখা গেল মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকারকে ৷ মুহূর্তে সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। তন্ময় সরকারের বক্তব্য, "পেয়ারাওয়ালার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখতে চেয়েই হাতে তুলে নিয়েছিলাম দাঁড়িপাল্লা । বেশ কয়েকজনকে পেয়ারা বিক্রিও করেছি। খুব ভাল লেগেছে । অন্যস্বাদ মিলেছে জীবনের ।"
পুলিশ নিয়ে আমাদের সমাজে ভালর চেয়ে মন্দ ধারণাটাই বেশি প্রকট। অনেকের ধারণা পুলিশ মানেই উর্দিধারী গুন্ডা। পুলিশ মানেই ঘুষখোর, ধান্দাবাজ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) সেই ধারণা অনেকটা বদলে দিয়েছেন । অতিরিক্ত পুলিশ সুপার হলেও তন্ময় সরকার প্রতিদিনের বাড়ির বাজার নিজেই করেন । তবে অবশ্যই সাদা পোশাকে । রোজগার মতো শনিবার বাজারে গিয়ে এক পেয়ারাওয়ালাকে বলেন, ‘‘আজ আমি পেয়ারা বিক্রি করব, তুমি পাশে দাঁড়াও।’’ পেয়ারাওয়ালা তখনও জানতেন না যিনি পেয়ারা ভর্তি ঠেলায় কোমর লাগিয়ে দাঁড়িপাল্লা হাতে নিয়েছেন তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা । এমনকি ক্রেতারা অনেকেই ধোপদুরস্ত পেয়ারাওয়ালাকে দেখে চিনতে পারলেন না। আধ ঘন্টা ধরে পেয়ারাওয়ালার ভঙ্গিতেই হাঁকডাক দিয়েই পেয়ারা ওজন করে গেলেন। সেই ছবি দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। বিশেষ করে যাঁরা বাজারের থলে পেতে সেই পেয়ারা কিনেছেন ।