বড়ঞা, 2 সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুরুন্নরুন পঞ্চায়েত সদস্য মুস্তফা সেখের খুনের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে 30 অগস্ট পুনে থেকে। গতকাল অভিযুক্তদের এখানে নিয়ে এসে কান্দি মহকুমা আদালতে তোলা হয় ও 14 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের নাম সাদ্দাম সেখ, সবুর সেখ, ফুরাই সেখ ৷
প্রসঙ্গত, 13 অগস্ট সুন্দরপুর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে হস্তিনাপুর গ্রামের কাছে বোমা ও গুলি করে খুন করা হয় শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতের সদস্য মুস্তফা সেখকে। সেই ঘটনায় সবুর সেখের নাম মূল অভিযুক্ত বলে পুলিশি তদন্তে উঠে আসে।