ডোমকল, 30 নভেম্বর: ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা ৷ তার পরিমাণ জানার জন্য ইতিমধ্যেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে টাকা গোনার মেশিন । বিধায়কের পরিবারের লোকেদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁর ডিএলএড কলেজেও হানা দেন সিবিআই আধিকারিকরা ।
এপ্রিলের পর নভেম্বর । সাত মাস পেরিয়ে ফের মুর্শিদাবাদ জেলায় হানা দিয়েছে সিবিআই । তাও আবার একই দিনে দুই প্রান্তে । বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই গ্রেফতার করেছে ৷ আর আজ ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দেয় সিবিআই ৷
আজ সকাল 10টা নাগাদ ডোমকলের বিধায়কের বাড়িতে গিয়ে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ তাঁরাই বাড়িটিকে ঘিরে রেখেছেন ৷ বিধানসভার অধিবেশন থাকায় বাড়িতে নেই বিধায়ক জাফিকুল ৷ তিনি আছেন কলকাতায় ৷ এই অবস্থায় তাঁর বাড়িতে হানা দিয়ে জাফিকুলের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ৷ পাশাপাশি প্রতিটি ঘরে চলছে চিরুনি তল্লাশি ৷ এই তল্লাশি অভিযানের সময়ই ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়েছে বলে খবর মিলেছে ৷ তবে সেই অর্থের পরিমাণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷ তবে কিছুক্ষণ পরেই ওই বাড়িতে টাকা গোনার মেশিন আনান তদন্তকারী আধিকারিকরা ৷ এর থেকেই মনে করা হচ্ছে যে, আবারও মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটতে চলেছে ৷