পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prophet Remarks Row : বেথুয়াডহরী স্টেশনে ট্রেনে ভাঙচুর, চার ঘণ্টা পরেও আতঙ্কে যাত্রীরা

বেথুয়াডহরী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা । নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে বেথুয়াডহরীতে ভাঙচুর করা আপ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট স্টেশনে আনা হয়েছে (Mob vandalized train in Bethuadahari Station) ।

Mob vandalized train
Mob vandalized train

By

Published : Jun 13, 2022, 8:45 AM IST

Updated : Jun 13, 2022, 8:51 AM IST

বেথুয়াডহরী, 13 জুন :পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই অশান্তি ছড়িয়েছে দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ তাঁর বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ মিছিল হচ্ছে ৷ রবিবার তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নদিয়ার বেথুয়াডহরী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা (Mob vandalized train in Bethuadahari Station)। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দফায় দফায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে স্টেশন চত্বর জুড়ে ।

এদিন বেথুয়াডহরীতে ভাঙচুর করা আপ রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার বহরমপুর কোর্ট স্টেশনে আনা হয়েছে । আট-দশটি কামরায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল । প্রত্যেকটি কামরাতেই পড়ে রয়েছে ভাঙা কাঁচের টুকরো, ইট । ঘটনার চার ঘণ্টা পরেও যাত্রীদের আতঙ্ক কাটেনি ।

আরও পড়ুন : স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া, শেষ চব্বিশ ঘণ্টায় নেই অশান্তির খবর

প্রসঙ্গত, রবিবার বিকেলে নদিয়া-মুর্শিদাবাদ সীমান্তের বেথুয়াডহরীতে বিক্ষোভকারীরা আপ রানাঘাট-লালগোলা লোকালে ভাঙচুর চালায় । উত্তেজিত মানুষের হাত থেকে বাঁচতে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নেন যাত্রীরা । বন্ধ হয়ে যায় ওই লাইনের সমস্ত ট্রেন চলাচল ।

Last Updated : Jun 13, 2022, 8:51 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details