পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CMOH Harassed: বিধায়কের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ! গ্রেফতার 9 - মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা

তৃণমূল বিধায়কের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার (CMOH Harassed) অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর (Berhampore)৷ এই ঘটনায় পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে ৷

Mob led by TMC MLA allegedly harasses CMOH at Berhampore
বিধায়কের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থা ! গ্রেফতার 9

By

Published : Oct 13, 2022, 8:11 PM IST

বহরমপুর, 13 অক্টোবর: তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার (CMOH Harassed) অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বহরমপুর জেলা স্বাস্থ্য ভবনে (Murshidabad)।

হরিহরপাড়ার এক রোগীর নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল ৷ ওই রোগীকে ফের নার্সিংহোমে এনে চিকিৎসা করিয়ে সুস্থ করা হলেও আড়াই লক্ষ টাকা বিল করা হয় । দুঃস্থ পরিবার ওই টাকা দিতে অসমর্থ হয় । এই নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানাতে গেলে তিনি অভিযোগ গ্রহণ করেননি বলে অভিযোগ । তারই প্রতিবাদে আজ স্বাস্থ্য দফতর ঘেরাও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । হাজির ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ছিলেন জেলা পরিষদের সভাধিপতিও । তাঁদের নেতৃত্বেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে চড়াও হন বিক্ষোভকারীরা ৷ অফিসে ভাঙচুর চালানো হয় এবং জেলা স্বাস্থ্য আধিকারিককে কলার ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন:সমপ্রেমী ! দুই গৃহবধূকে খুঁটিতে বেঁধে পেটাল জনতা

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক । এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details