বহরমপুর, 13 অক্টোবর: তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতির উপস্থিতিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার (CMOH Harassed) অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে (Berhampore)। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বহরমপুর জেলা স্বাস্থ্য ভবনে (Murshidabad)।
হরিহরপাড়ার এক রোগীর নার্সিংহোমে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছিল ৷ ওই রোগীকে ফের নার্সিংহোমে এনে চিকিৎসা করিয়ে সুস্থ করা হলেও আড়াই লক্ষ টাকা বিল করা হয় । দুঃস্থ পরিবার ওই টাকা দিতে অসমর্থ হয় । এই নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানাতে গেলে তিনি অভিযোগ গ্রহণ করেননি বলে অভিযোগ । তারই প্রতিবাদে আজ স্বাস্থ্য দফতর ঘেরাও করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । হাজির ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, ছিলেন জেলা পরিষদের সভাধিপতিও । তাঁদের নেতৃত্বেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে চড়াও হন বিক্ষোভকারীরা ৷ অফিসে ভাঙচুর চালানো হয় এবং জেলা স্বাস্থ্য আধিকারিককে কলার ধরে হেনস্থা করা হয় বলে অভিযোগ ।