সামশেরগঞ্জ, 9 সেপ্টেম্বর: তেলাঙ্গানার বাসিন্দা নিখোঁজ জনার্দনকে পরিবারের কাছে ফিরিয়ে দিল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড (Missing Man from Telangana Found in Murshidabad) ৷ দু’মাস আগে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ কিন্তু, ভাষা সমস্যার কারণে তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি ৷ আর কোনওভাবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ শহরে এসে পৌঁছান জনার্দন ৷ আর সেখানেই সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের (Samserganj Traffic Guard) সাহায্যে বাড়ির সদস্যদের সঙ্গে ফের দেখা হয়ে গেল জনার্দনের ৷ এ দিন তাঁকে ছেলে স্ট্যালিনের হাতে তুলে দেয় পুলিশ (Missing Man Returns Home) ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, মাস দুয়েক আগে তেলাঙ্গানার ওয়ারানগেলের বাসিন্দা জনার্দন নিখোঁজ হয়ে যান ৷ তার পর বিভিন্ন জায়গায় ঘুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছান তিনি ৷ সেখানে ভাষা সমস্যার কারণে, লোকজনের কাছে সাহায্য চেয়েও পাননি ৷ পরে এক টোটচালক বিষয়টি সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডে জানান ৷ ট্রফিক গার্ডের তরফে জনার্দনকে তাদের অফিসে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেও জনার্দনের তরফে তাঁর সম্পর্কে জানতে সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা ৷ পরে তাঁকে দিয়ে ইংরাজিতে নাম ও ঠিকানা লেখানো হয় ৷ সেই তথ্য ধরে তেলাঙ্গানার ওয়ারানগেল জেলার জেসুগন্ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এর পর জেসুগন্ডা পুলিশ ও সেখানকার মানবাধিকার কমিশনের সাহায্যে জনার্দনের পরিবারের খোঁজ পাওয়া যায় ৷