বহরমপুর, 13 অক্টোবর : বাজার করে বাড়ি ফেরার পথে স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবতিকে তুলে নিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে বহরমপুর থানার কর্ণসুবর্ণ বাঁকে সেতুর কাছে । রাতভর তল্লাশি চালিয়ে ওই যুবতির কোনও খোঁজ মেলেনি । আজ সকালে নির্জন একটি জায়গা থেকে ওই যুবতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ।
ওই যুবতির নাম আয়েসা সিদ্দিকি । পরিবার সূত্রে খবর, বহরমপুর থানার রামেশ্বরপুরের বাড়ি থেকে গতকাল স্বামী সামিম আহমেদের মোটর বাইকে বহরমপুরে কেনাকাটা করতে যান তিনি । রাত সাড়ে নটা নাগাদ কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন । কর্ণসুবর্ণের বাঁকে সেতুর আগে কার্লভাটে বাইক দাঁড় করান সামিম । সেই সময় তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে বছর 20-র ওই যুবতিকে তুলে নিয়ে যায় । রাতভর তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায়নি ।