পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 2, 2020, 2:49 PM IST

Updated : Aug 2, 2020, 4:36 PM IST

ETV Bharat / state

বহরমপুরে অধীরের বাড়িতে হামলা

গতকাল রাত 11 টা 40 মিনিট নাগাদ কয়েকজন দুষ্কৃতী বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে অধীর চৌধুরির বাড়িতে হামলা চালায় ৷ ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের ৷

Mischievous attack on the residence of Adhir Chowdhury
বহরমপুরে অধীর চৌধুরির বাসভবনে দুস্কৃতী হামলা

বহরমপুর, 2 অগাস্ট : অধীর চৌধুরির বাসভবনে হামলা ৷ গতকাল রাত 11 টা 40 মিনিট নাগাদ কয়েকজন দুষ্কৃতী বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে অধীর চৌধুরির বাড়িতে হামলা চালায় ৷ CCTV ফুটেজ ও ব্যক্তিগত দেহরক্ষীদের থেকে জানা যায়, বাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে তারা ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির একাংশ ৷

হামলার পর

আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের । বহরমপুরের তথাকথিত দাপুটে নেতা তথা লোকসভার কংগ্রেস দল নেতা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন । অধীরবাবুর বাড়িতে হামলা এই প্রথম নয় । বছর ছ'য়েক আগেও একবার ওই বাড়িতে হামলা হয়েছিল । সেদিন ওই বাড়িতেই সস্ত্রীক ছিলেন বহরমপুরের সাংসদ । অধীরবাবু বর্তমানে দিল্লিতে রয়েছেন । বাড়িতে দেহরক্ষী ও দেখাশোনার জন্য কয়েকজন থাকেন ।

CCTV ফুটেজ

বাড়ির দেহরক্ষীদের অভিযোগ, গতরাত 11 টা 40 মিনিট নাগাদ কয়েকজন দুষ্কৃতী ওই বাড়িতে হামলা চালায় । পাশাপাশি, অধীরবাবুর নামে অকথ্য গালিগালাজ করে তারা ৷ আজ সাংবাদিক বৈঠক করে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "অধীরবাবু ও তাঁর পরিবারের নিরাপত্তার দায়িত্ব প্রশাসন ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের । কিন্তু এটা দেউলিয়া রাজনীতির জঘন্যতম উদাহরণ । বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ "

থানায় অভিযোগ জানায় কংগ্রেস ।
Last Updated : Aug 2, 2020, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details