লালবাগ, 29 জুলাই : ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে গাছে বেঁধে পেটালেন স্থানীয় বাসিন্দারা । প্রায় তিনমাস ধরে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে তিনি অশালীন আচরণ করছিলেন বলে অভিযোগ ।
পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গৃহশিক্ষককে গাছে বেঁধে মারধর - allegation of rape
পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের হাতিনগরের ঘটনা ।
খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ । হাতিনগরের বাসিন্দা ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে ।
পঞ্চম শ্রেণির ওই ছাত্রী অভিযুক্ত গৃহ শিক্ষকের বাড়িতে টিউশন পড়তে যেত । অভিযোগ, তার সঙ্গে অশালীন আচরণ করতেন ওই শিক্ষক । আজ পড়তে যেতে আপত্তি জানায় ওই ছাত্রী । এরপর মা মারধর শুরু করতেই সবকিছু খুলে বলে সে ।
খবর পেয়ে প্রতিবেশীরা ওই গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় । তাঁকে গাছে বেঁধে পেটাতে থাকেন তাঁরা । খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়।