সামশেরগঞ্জ, 11 জুন : সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে এসে কেন্দ্র সরকারকে দুষলেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । ভাঙন প্রতিরোধে কেন্দ্র সরকারকেই দায়ী করে বলেন, ‘‘কেন্দ্র দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । মুখে বড় বড় কথা বলে কিন্তু মানুষের পাশে থাকে না ।’’
সাবিনা ইয়াসমিন আরও বলেন, "ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারের কাছে আরআইডিএফ প্রকল্পে 27 কোটি টাকা বরাদ্দের প্রপোজাল পাঠানো হয়েছে । অনুমোদন মিললেই গঙ্গা ভাঙন বিধ্বস্ত এলাকায় নদীবাঁধের কাজ শুরু হয়ে যাবে ।"
গত বছর জুন মাসে সামশেরগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা গঙ্গাগর্ভে তলিয়ে যায় । শতাধিক বাড়ি ও কয়েক হাজার বিঘা কৃষিজমি গঙ্গাগর্ভে বিলীন হয়ে যায় । আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে যায় বহু পরিবার । এখনও তাঁরা মাথার উপর ছাদ না পেয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন । রাজ্য ও কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছে দুর্গত পরিবার । দিনকয়েক আগে প্লাকার্ড হাতে কয়েক হাজার মানুষ গঙ্গাপাড়ে এসে প্রতীকী প্রতিবাদ করেন ।
সামশেরগঞ্জে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে সেচ প্রতিমন্ত্রী আরও পড়ুন : আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
মানুষের ক্ষোভ বাড়তে শুরু করায় ওই এলাকা পরিদর্শনে আসেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । তাঁর সঙ্গে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান । স্পিড বোটে ও পায়ে হেঁটে এলাকা পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব । কথা বলেন ভাঙন কবলিত দুর্গত মানুষজনের সঙ্গে । মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় মানুষ । সব শুনে এই পরিস্থিতির জন্য কেন্দ্রের ঘাড়েই দায় চাপালেন সেচ প্রতিমন্ত্রী । পাশাপাশি ভাঙন প্রতিরোধের আশ্বাস দিয়ে যান ।