আরবে কাজে গিয়ে প্রতারিত বাংলার শ্রমিক মুর্শিদাবাদ, 10 এপ্রিল: আরবে গিয়ে প্রতারিত হওয়ার অভিযোগ করলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক ৷ দেশে ফেরার জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন জানালেন তিনি ৷ তাঁর নাম মিলন মোমিন ৷ তিনি মুর্শিদাবাদ জেলার খরগ্রাম থানার অন্তর্গত নগর এলাকার বাসিন্দা । তাঁর দাবি, মাসখানেক আগে আরবে কাজে যাওয়ার জন্য মণি নামে স্থানীয় এক দালালের সঙ্গে যোগাযোগ করেন । তারপর সেই দালাল মোমিনকে মুম্বই যেতে বলেন । মুম্বইয়ে যাওয়ার পর সেখান থেকে সৌদি আরবে পাড়ি দেন তিনি ।
পরিযায়ী শ্রমিকের অভিযোগ, হাসপাতালে কাজ দেওয়া হবে এই বলে তাঁকে পাঠানো হয় আরবে । কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন তাঁকে অন্য কাজ দেওয়া হয়েছে ৷ মোমিনকে রীতিমতো খোলা আকাশের নিচে প্রখর রোদের মধ্যে মরুভূমিতে কাজ দেওয়া হয় । তিনি জানান, কাজে যোগ দেওয়ার আগে তাঁকে সই করানো হয় এবং বলা হয়, বাগান পরিষ্কারের কাজ করতে হবে ৷ কিন্তু আদতে তাঁকে খোলা আকাশের নীচে মরুভূমিতে ঘাস কাটার ও পাথর ভাঙার কাজ দেওয়া হয় বলে অভিযোগ । সেই পরিবেশে পানীয় জল থেকে অক্সিজেন সমস্ত কিছুরই অভাব রয়েছে বলে মোমিন জানান ।
ওই দালালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আরব থেকে মিলন মোমিন একটি ভিডিয়ো করে পাঠান পরিবারকে । ভিডিয়ো প্রকাশের আবেদন জানান সকলকে । পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানিয়ে বলেন, তিনি ঘরে ফিরতে চান । কারণ এজেন্টকে যোগাযোগ করলে তিনি 70 থেকে 80 হাজার টাকা চাইছে দেশে ফেরানোর জন্য তাঁকে । তাই প্রশাসনকে আবেদন জানান মোমিন, যাতে তিনি ঘরে ফিরতে পারেন ।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু শ্রমিক আরব বা অন্য কোনও দেশে যায় রোজগারের স্বার্থে । আজ মোমিন ভিডিয়ো করে পাঠিয়ে কাতর আবেদন জানাচ্ছেন ঘরে ফেরার আর্জি জানিয়ে । তবে এমন অনেকেই আছেন যারা এইরকম ফাঁদে পড়েও দেশে ফিরতে পারেন না । সংসারে টান সামলাতে ভিন দেশে পাড়ি দেয় বহু পরিযায়ী শ্রমিক । তাঁদের মধ্যে অধিকাংশকে প্রতারণার শিকার হয় । এজেন্টরা এক রকম কাজের কথা বলে ভিনদেশে নিয়ে গিয়ে বিভিন্নরকম কাজে নিযুক্ত হতে বাধ্য করে তাদের । ফলে প্রতারণার শিকার হয়েও কার্যত নিরুপায় হয়ে কাজ করতে হয় পরিযায়ীদের বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসে বিরোধীদের তোপের মুখে বিধায়ক