পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য পরীক্ষায় লম্বা লাইন, দুর্ভোগের মাঝে উধাও সামাজিক দূরত্ব

চিকিৎসকদের পরামর্শ না নিয়ে বাড়ি ফিরতে পারছে না ভিন্ন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা । ভিড়ে ঠাসাঠাসি করে ভোর থেকে লাইন দিয়েছে হাসাপাতালের সামনে । চিত্রটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের । নেই কোনও সচেতনতা । নেই সতর্কবার্তা ।

labours
লাইনে দাঁড়িয়ে শ্রমিকরা

By

Published : Mar 28, 2020, 5:30 PM IST

জঙ্গিপুর, 28 মার্চ : ভিন রাজ্য থেকে বাড়ি ফিরলেই করতে হবে স্বাস্থ্য পরীক্ষা । এই নির্দেশ মেনে আজ স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে দুর্ভোগে পড়ল শ্রমিকরা । সামাজিক দূরত্ব তো দূর, পাশাপাশিই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সকলকে ।

চিকিৎসকদের পরামর্শ না নিয়ে বাড়ি ফিরতে পারছে না ভিন্ন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা । ভিড়ে ঠাসাঠাসি করে ভোর থেকে লাইন দিয়েছে হাসাপাতালের সামনে । চিত্রটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের । নেই কোনও সচেতনতা । নেই সতর্কবার্তা ।

ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও চিকিৎসকের দেখা মেলেনি । এদিকে লাইনে অপেক্ষায় অতিষ্ট হয়ে রাস্তাতেই বসে পড়ে তারা । নিরাপত্তার জন্য নির্দিষ্ট ব্যবধান তো নেই, নেই মাস্ক বা স্যানিটাইজ়ারও । পরে বেলার দিকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হলেও লোকসংখ্যা বাড়তে থাকায় ছবিটা একইরকম থেকে যায় ।

এ বিষয়ে কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details