জঙ্গিপুর, 28 মার্চ : ভিন রাজ্য থেকে বাড়ি ফিরলেই করতে হবে স্বাস্থ্য পরীক্ষা । এই নির্দেশ মেনে আজ স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে দুর্ভোগে পড়ল শ্রমিকরা । সামাজিক দূরত্ব তো দূর, পাশাপাশিই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল সকলকে ।
চিকিৎসকদের পরামর্শ না নিয়ে বাড়ি ফিরতে পারছে না ভিন্ন রাজ্য থেকে ফেরা শ্রমিকরা । ভিড়ে ঠাসাঠাসি করে ভোর থেকে লাইন দিয়েছে হাসাপাতালের সামনে । চিত্রটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের । নেই কোনও সচেতনতা । নেই সতর্কবার্তা ।