পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লরির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের - লরির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের

হুগলির ডানকুনিতে লরির ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ি শ্রমিকের ৷ মৃতের নাম বিশু মোমিন ৷ লরির চালক পলাতক ৷ অভিযুক্তের খোঁজে নেমেছে ডানকুনি থানার পুলিশ ৷

মৃত বিশু মোমিন
মৃত বিশু মোমিন

By

Published : Feb 2, 2021, 7:37 PM IST

সামশেরগঞ্জ, 2 ফেব্রুয়ারি : লরির ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ৷ মৃত যুবকের নাম বিশু মোমিন (30) ৷ ঘটনাটি ঘটে হুগলির ডানকুনিতে ৷ ঘটনার খবর পেয়ে আসে ডানকুনি থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে ৷

পরিবার সূত্রে খবর, বিশু থাকতেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রামে ৷ রুজির টানেই নিজের রাজ্য ছেড়ে কেরালা পাড়ি দিয়েছিলেন বিশু ৷ লকডাউনের পর পরই বাড়ি ফিরে আসেন তিনি ৷ তারপর বেশ কিছুদিন উপার্জনহীন থাকার পর হুগলির ডানকুনিতে কাজের জন্য থাকতে শুরু করেছিলেন ৷ গত মাসের 4 তারিখে বিয়েও করেন পাশের গ্রামের একটি মেয়েকে ৷ বিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে ৷

আরও পড়ুন:গাড়ির ধাক্কায় মা উড়ালপুল থেকে নিচে পড়ে মৃত 1

মৃত বিশু মোমিনের আত্মীয়ের বক্তব্য

গতকাল ডানকুনিতে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন তিনি ৷ বিকেলে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সাইকেল করে ৷ ফেরার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাঁকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ স্থানীয়রা লরির ড্রাইভারকে ধরতে গেলে সে পালিয়ে যায় ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ডানকুনি থানার পুলিশ ৷

প্রতিবেশীদের দাবি, গ্রামে বন্ধ একশো দিনের কাজ ৷ দিনমজুর খাটারও সুযোগ নেই ৷ তাই রোজগারের তাগিদেই গ্রামেরই কয়েকজনের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন বিশু ৷ কিন্তু গত এক মাসে তিনজন পরিযায়ি শ্রমিকের মৃত্যু কিছুটা হলেও অস্বাভাবিক ৷

ABOUT THE AUTHOR

...view details