সামশেরগঞ্জ, 2 ফেব্রুয়ারি : লরির ধাক্কায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ৷ মৃত যুবকের নাম বিশু মোমিন (30) ৷ ঘটনাটি ঘটে হুগলির ডানকুনিতে ৷ ঘটনার খবর পেয়ে আসে ডানকুনি থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে ৷
পরিবার সূত্রে খবর, বিশু থাকতেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহারপুর গ্রামে ৷ রুজির টানেই নিজের রাজ্য ছেড়ে কেরালা পাড়ি দিয়েছিলেন বিশু ৷ লকডাউনের পর পরই বাড়ি ফিরে আসেন তিনি ৷ তারপর বেশ কিছুদিন উপার্জনহীন থাকার পর হুগলির ডানকুনিতে কাজের জন্য থাকতে শুরু করেছিলেন ৷ গত মাসের 4 তারিখে বিয়েও করেন পাশের গ্রামের একটি মেয়েকে ৷ বিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে ৷