ভগবানগোলা, 10 জুন : ভিন রাজ্যে কাজে গিয়ে ঘরে ফিরল শ্রমিকের নিথর দেহ ৷ মুর্শিদাবাদের ভগবানগোলা থানার রামগড় পূর্ব হাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই শ্রমিক ৷ মৃতের নাম মোহনলাল মহলদার (23) ৷ গুজরাতের জামনগরের অডিনার জেটিতে নির্মানের কাজ করতেন তিনি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনলালের মৃত্যুর খবর তাঁর বাড়িতে আসে ( Migrant Labour Death) ৷
পরিবার সূত্রে খবর,সাড়ে তিন বছর ধরে গুজরাতে জেটি নির্মাণের কাজ করতেন মোহনলাল। আসন্ন বকরি ইদে বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই বাড়িতে এল মৃত্যু সংবাদ। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার জেটির উপরে কাজ করছিলেন তিনি। অসাবধানতা বশত মাথায় রডের আঘাত লেগে জেটির উপর থেকে সমুদ্রে পড়ে যান মোহনলাল । অন্যান্য শ্রমিকরা মোহনলালকে সমুদ্র থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মোহনলালের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া ৷