জঙ্গিপুর, 26 ফেব্রুয়ারি:রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে পড়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের জয়রামপুর মন্ডল পাড়ার মেডিক্যাল পড়ুয়া তোজাম্মেল হক আনসারি ও সাগরদীঘির মহম্মদ এনায়েতুল্লাহ। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে দেশে ফিরিয়ে আনার জন্য কাতর অনুরোধ জানিয়েছেন তোজাম্মেল । শুক্রবার ভোরে বাড়িতে যোগাযোগ করে তোজাম্মেল হক আনসারি । রাতে আবার ফোনে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানিয়েছেন নিরাপদে রয়েছেন (Medical Student Stuck In Ukraine) ।
Medical Student Stuck in Ukraine: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে মুর্শিদাবাদের দুই পড়ুুুয়া - Russia-Ukraine crisis
ইউক্রেনে আটকে মুর্শিদাবাদের দুই ডাক্তারি পড়ুয়া তোজাম্মেল হক আনসারি ও মহম্মদ এনায়েতুল্লাহ। উদ্বিগ্ন দুই পড়ুয়ার পরিবার । প্রাণ বাঁচাতে বাঁঙ্কারে আশ্রয় নিয়েছে পড়ুয়ারা (Mbbs Student Stuck In Ukraine) ।
শুক্রবার রাতে তোজাম্মেল তাঁর এক দাদাকে ফোনে জানায়, শহরে লাগাতার সাইরেন বাজছে । রাত তিনটে থেকে সকাল সাতটার মধ্যে এই শহরে হামলা হতে পারে বলে ঘোষণা হয়েছে । আমরা বেসমেন্টে চলে যাচ্ছি, আর হয়তো যোগাযোগ করা সম্ভব হবে না শুক্রবার এক দাদাকে ফোন করে ইউক্রেন থেকে এইরকমই উদ্বিগ্ন খবর জানিয়েছিল তোজাম্মেল হক আনসারি । মেধাবী এই পড়ুয়া 2018 সালের নভেম্বর মাসে এমবিবিএস পড়তে ইউক্রেনে যান । কিভ মেডিক্যাল ইউভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র । করোনাকালে গতবছরের জানুয়ারিতে বাড়ি এসেছিল তোজাম্মেল হক আনসারি ৷ এতদিন অনলাইনেই ক্লাস করত । 2021-এর ডিসেম্বরে আবার ইউক্রেন যায় ।
দাদা, মইনুল ইসলাম বলেন, "ভোরে আমাকে হটসঅ্যাপে ফোন করেছিল (Russia-Ukraine crisis ) । ওরা সব আতঙ্কে রয়েছে । দেশে ফিরতে চায় । আমরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি। মা হাসিনা বিবি বলেন, আমার ছেলে সহ সকলেই সুস্থ ভাবে দেশে ফিরে আসুক ।"
অন্যদিকে ইউক্রেনে আটকে পড়েছেন মুর্শিদাবাদের সাগরদীঘির আর এক ছাত্র মহম্মদ এনায়েতুল্লাহ । ইউক্রেনের লুগানস (LUGANSK) এলাকায় আটকে আছে সে । সাগরদীঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা এলাকার বাসিন্দা ডাক্তারি পড়তে 2017 সালে ইউক্রেনে যান । মেডিকেলের পঞ্চম বর্ষের ছাত্র মহম্মদ এনায়েতুল্লাহ । দুই পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আর্জি তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ।