পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ যুবতির বিরুদ্ধে - murder

সুতি থানার রসুনপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ প্রেমিকের সঙ্গে মিলে তাঁর স্ত্রী খুন করেছে বলে অভিযোগ ।

extra-marital affair
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন

By

Published : May 3, 2020, 8:36 PM IST

সুতি, 3 মে : এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিককের বিরুদ্ধে । মৃতের নাম বাদোস দাস (39) । বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার রসুনপুরে । ঘটনার পর থেকে স্ত্রী ও তার প্রেমিক পলাতক ।

জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী-কে প্রতিবেশী এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বাদোস দাস । এরপর তাঁদের মধ্যে শুরু হয় বচসা । প্রতিবেশীরা এসে তা মিটিয়ে দিয়ে যায় ।

স্থানীয়দের অভিযোগ, পরে প্রেমিককে সঙ্গে নিয়ে বাদোস দাসকে খুন করে তাঁর স্ত্রী-ই । গতরাতেই পালিয়ে যায় দু'জনে ।

আজ সকালে বাড়ি থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । সুতি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ABOUT THE AUTHOR

...view details