সুতি, 3 মে : এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিককের বিরুদ্ধে । মৃতের নাম বাদোস দাস (39) । বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার রসুনপুরে । ঘটনার পর থেকে স্ত্রী ও তার প্রেমিক পলাতক ।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী-কে প্রতিবেশী এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বাদোস দাস । এরপর তাঁদের মধ্যে শুরু হয় বচসা । প্রতিবেশীরা এসে তা মিটিয়ে দিয়ে যায় ।