পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recovery of heroin: কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার মণিপুরের বাসিন্দা - Recovery of heroin

কোটি টাকার হেরোইন-সহ গ্রেফতার মণিপুরের বাসিন্দা মহম্মদ ইমতিয়াজ খান। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কেজি 213 গ্রাম হেরোইন।

Recovery of heroin
হেরোইন-সহ গ্রেফতার মণিপুরের বাসিন্দা

By

Published : Jul 14, 2023, 4:55 PM IST

বহরমপুর, 14 জুলাই: কোটি টাকার হেরোইন-সহ ভিন রাজ্যের এক মাদক কারবারিকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 কেজি 213 গ্রাম হেরোইন। বুধবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ফিল্ড হোস্টেল ঘাট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত মাদক কারবারির নাম মহম্মদ ইমতিয়াজ খান । অভিযুক্ত মণিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে । ধৃতকে শুক্রবার দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরে এনডিপিএস আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফরাক্কার নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন ফিল্ড হোস্টেল ঘাট এলাকায় সন্দেহজনক অবস্থায় অভিযুক্ত মহম্মদ ইমতিয়াজ খানকে আটক করে পুলিশ। তারপর তল্লাশি চালিয়ে তার কাছে থাকা দু'টি ব্যাগ থেকে উদ্ধার হয় 1 কেজি 213 গ্রাম পরিমাণের হেরোইন। ফরাক্কা থানার পুলিশের দাবি, বাজেয়াপ্ত হেরোইনের মূল্য 1 কোটি টাকার অধিক।

পঞ্চায়েত ভোট মিটতেই ফের মুর্শিদাবাদে রমরমিয়ে শুরু হয়েছে মাদক পাচার। অধিকাংশ জায়গা থেকে নাকা চেকিং তুলে নেওয়ার সুযোগে পাচারকারীরা মাদক পাচার শুরু করেছে বলে পুলিশের অভিযোগ। বৃহস্পতিবার রাতে মহম্মদ ইমতিয়াজ খানকে ফিল্ড হোস্টেল সংলগ্ন ঘাটে ইতস্তত ঘুরতে দেখেই পুলিশের সন্দেহ হয়। মাদক-সহ গ্রেফতারের পর প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, লালগোলা থেকে হেরোইন সংগ্রহ করে বাসে ফরাক্কায় এসে নামে ইমতিয়াজ। নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন ধরে মণিপুর যাওয়ার কথা ছিল তার। গভীর রাতে ট্রেন থাকায় ফিল্ড হোস্টেল ঘাটে আশ্রয় নিয়েছিল সে। পুলিশের সন্দেহ হওয়ায় সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: লেকটাউনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু এক দমকলকর্মীর

লালগোলায় কার কাছ থেকে হেরোইন সংগ্রহ করেছিল অভিযুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, মণিপুর থেকে গাঁজা নিয়েই বাংলায় ঢুকেছিল ইমতিয়াজ। যদিও এখন পুলিশের জেরায় স্বীকার করেনি অভিযুক্ত। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । এদিন ধৃতকে আদালতে হাজির করলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ABOUT THE AUTHOR

...view details