পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের - death of a migrant worker

কাজ হারিয়ে বিকল্প কাজ করছিলেন ৷ কিন্তু, ভাবতে পারেননি সেই কাজই প্রাণটা কেড়ে নেবে ৷ সজনে পাতা পাড়তে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ৷

electric-shocked-death
electric-shocked-death

By

Published : Jun 6, 2020, 5:06 AM IST

সুতি, 6 জুন : সজনে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সুতি থানার আলমপুরে। বছর পঁচিশের মৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তবে দিন কয়েক ধরে ওই এলাকায় সজনে শাক ফেরি করতে দেখা গিয়েছিল তাকে। সুতি থানার পুলিশ ওই যুবকের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

লকডাউনে কাজ হারিয়ে উপার্জনহীন হয়ে পড়েছেন অনেকে। সংসার চালাতে তাঁরা দিশেহারা। অনেকেই বিকল্প আয়ের রাস্তা দেখতে শুরু করেছেন। এদিনের মৃত যুবক দিন কয়েক ধরে এলাকায় সজনে শাক ফেরি করছিলেন। বাসিন্দাদের অনুমান, পরিযায়ী শ্রমিকের কাজে ঘরে ফিরে সংসার চালাতে সজনে শাক বিক্রি শুরু কিরেছেন।

এদিন গাছে উঠে শাক পাড়ছিলেন। বিদ্যুতের তার গিয়েছে খেয়াল করেনি। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ABOUT THE AUTHOR

...view details