পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

দুর্ঘটনায় আহত হয়েছেন মৃত ব্যক্তির স্ত্রী । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

man-died-in-road-accident-in-murshidabad
man-died-in-road-accident-in-murshidabad

By

Published : Dec 7, 2020, 10:44 AM IST

খড়গ্রাম, 7 ডিসেম্বর : নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির । মুর্শিদাবাদের হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের উপর সাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির । গুরুতর আহত মৃতের স্ত্রী ।

পুলিশ জানিয়েছে মৃতের নাম টোটোন গোঁফ (48) । স্থানীয় সূত্রে খবর, সাইকেলে করে স্ত্রী নন্দিতাকে নিয়ে কাপসা এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি । খড়গ্রাম পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সাইকেলে ধাক্কা মারে একটি গাড়ি । ঘটনাস্থানেই মৃত্য়ু হয় টোটোন গোঁফ নামে ওই সাইকেল আরোহীর । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তির স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে ।

আরও পড়ুন : মুর্শিদাবাদে প্রথম জনসভা ওয়েইসির দলের

মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ । ঘাতক গাড়িটিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details