পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Berhampore Death : শাক তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে মৃত্যু ব্যক্তির! - শাক তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে মৃত্যু হল এক ব্যক্তির

পাশের বাড়িতে শাক তুলতে গিয়েছিলেন এক প্রতিবেশী ৷ আর এই শাক তোলা মোটেই মেনে নেননি সবজি বাগানের মালিক ৷ এর থেকেই বাঁধে বচসা ৷ বচসা পৌঁছয় মারামারি, লাঠালাঠিতে ৷ এই মারামারির কারণে অবশেষে প্রাণ যায় শাক তুলতে যাওয়া ওই প্রতিবেশীর (Man beaten to death by neighbour) ৷

Berhampore murder
মারামারির কারণে অবশেষে প্রাণ যায় শাক তুলতে যাওয়া ওই প্রতিবেশীর

By

Published : Jun 12, 2022, 10:34 PM IST

বহরমপুর, 12 জুন : শাক তোলাকে কেন্দ্র করে বচসা । আর তার জেরেই প্রতিবেশীর হাতে মৃত্যু হল এক ব্যক্তির (Man beaten to death by neighbour)। রবিবারের এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর থানার অযোধ্যা নগরে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শত্রুঘ্ন চৌধুরী । বয়স 45 বছর । ঘটনায় অভিযুক্ত সেন্টু মণ্ডল বর্তমানে পলাতক। অভিযুক্তের মা-কে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। পুরো ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া ৷

শাক তোলাকে কেন্দ্র করে সেন্টু মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শত্রুঘ্ন

আরও পড়ুন :পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে মৃত 3, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সেন্টু মণ্ডলের জমিতে শাক তুলতে গিয়েছিলেন শত্রুঘ্ন চৌধুরী। তখনই শাক তোলাকে কেন্দ্র করে সেন্টু মণ্ডলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শত্রুঘ্ন। অভিযোগ বচসার জেরে বাঁশ, লাঠি দিয়ে শত্রুঘ্নকে পেটানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শত্রুঘ্ন চৌধুরীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্ত সেন্টু মণ্ডল। পুলিশ অভিযুক্তের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছে।

ABOUT THE AUTHOR

...view details