সামশেরগঞ্জ, 17 অগস্ট: গোপন সূত্রে খবর পেয়ে একটি আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার (Man Arrested) করল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার পুলিশ । সোমবার রাত নটা নাগাদ সামশেরগঞ্জ থানার পুঠিমারী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । ধৃত যুবকের নাম আব্দুল্লাহ শেখ ৷ বয়স 25 বছর । তার বাড়ি সামশেরগঞ্জ থানার নামো চাচন্ড গ্রামে । আজ ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ।
বেশ কিছুদিন থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে অগ্নিগর্ভ হয়ে রয়েছে সামশেরগঞ্জ । গত দু'মাসে থানা সংলগ্ন এলাকা থেকে আড়াইশো বোমা উদ্ধার হয়েছে । পাশাপাশি উমরপুরকে করিডর করে ঝাড়খণ্ড ও বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র ঢুকছে সামশেরগঞ্জ ও সুতি এলাকায় ।