পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, গ্রেপ্তার অভিযুক্ত - kill

ঋণের কিস্তির টাকা নিয়ে শুরু বচসার । তারপর শুরু মারধর । পরে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

মৃত ফজিনা বিবি

By

Published : Jun 5, 2019, 6:03 AM IST

Updated : Jun 5, 2019, 7:57 AM IST

সালার, 5 জুন : স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানার সরমস্তপুর গ্রামের ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

অভিযুক্ত ব্যক্তির নাম ইসলাম শেখ । স্থানীয়দের তরফে জানা যায়, সোমবার রাতে ঋণের কিস্তির টাকা নিয়ে ইসলামের সঙ্গে তার বিবি ফজিনা বিবির বচসা বাধে । তারপরই ইসলাম ফজিনাকে মারধর শুরু করে । শ্বাসরোধ করে খুন করে তাকে । স্থানীয়দের দাবি, খুন করার পরে প্রমাণ লোপাটের জন্য গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় । মৃতের হাতের আঙুলে আঘাতের চিহ্নও রয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় সালার থানার পুলিশ। ফজিনার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় । অভিযুক্ত ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Last Updated : Jun 5, 2019, 7:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details