পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোড়া খুন থেকে শুরু করে সব জানি, অধীরকে আক্রমণ মমতার - bjp

বহরমপুরের চারবারের সংসদ অধীরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। জোড়া খুন থেকে শুরু করে সব জানি। প্যান্ডোরা বক্স খুলতে বলবেন না।"

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 15, 2019, 9:29 PM IST

Updated : Apr 15, 2019, 9:47 PM IST

বেলডাঙা, 15 এপ্রিল : "বাম আর রাম, মাঝে ঢুকেছে শ্যাম। দুই পাশে দুই কলাগাছ মধ্যিখানে অধীররাজ।" আজ বেলডাঙায় নির্বাচনী প্রচারে গিয়ে অধীরকে কটাক্ষ করে একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো অধীরকে আক্রমণ করে বলেন, "আমাকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। জোড়া খুন থেকে শুরু করে সব জানি। আমাকে প্যান্ডোরা বক্স খুলতে বলবেন না। সকালে BJP, দুপুরে কংগ্রেস আর রাতে CPI(M) করেন উনি। যদি এত বড় নেতা হন তবে CPI(M)-এর হাত ধরেছিলেন কেন? আমাদের 42-এ 42 চাই। তার জন্য বহরমপুরও চাই। জঙ্গিপুর, মুর্শিদাবাদও চাই।"

ভিডিয়োয় শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য

তিনি আরও বলেন, "অধীরবাবু একবার নিজেকে আয়নার সামনে দাঁড় করান। খুব মজায় আছেন তাই না ? এই তৃণমূলের কর্মীকে গ্রেপ্তার করুন। এই SP-কে বদলান। DM-কে বদলান। ওকে ওই কেস দিন। আবদার। তোমার বিরুদ্ধে কত কেস আছে বাপু? আমরা ভদ্র তাই কিছু করি না। তুমি যে জঘন্য রাজনীতি করো, কত অত্যাচার করেছ, কেউ মুখ ফুটে কথা বলতে পারে না। একদিন বলবে। অনেক মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। এত বড় তোমার ক্ষমতা। মুর্শিদাবাদ আমার হাতের মুঠোর মধ্যে আছে। RSS কংগ্রেসের হয়ে কাজ করছে। প্রণব মুখার্জি RSS-এর কার্যালয়ে গেছিলেন। জঙ্গিপুর আর বহরমপুরে RSS কংগ্রেসের হয়ে কাজ করছে। ওরা CPI(M)-এর সঙ্গে আঁতাত করেছিল তাই আমরা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলাম। তৃণমূল না করলে CPI(M)-কে বাংলা থেকে সরানো যেত না।

Last Updated : Apr 15, 2019, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details