সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: বিজেপির (BJP) বুলডোজার-সংস্কৃতি নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার বিজেপিকে মমতার হুঁশিয়ারি, ‘‘বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে ৷’’
এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Murshidabad) ৷ ওই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ কার্যত টেনে আনেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য সরকারের বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙার প্রসঙ্গ ৷ বিষয়টি বোঝাতে তিনি বলেন, ‘‘বুলডোজারের পক্ষে নই ৷ বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয় ৷ বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে ৷’’
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা: কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা নিয়ে এদিন মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে আবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আবারও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দয়া করে রাজ্যকে টাকা দেয় না ৷ এখান থেকে কর নিয়ে যায় ৷ তার পর রাজ্যের ভাগে যা থাকে, তা দেওয়া হয় ৷ নাম না করে বিজেপির বিরুদ্ধে তাঁর হুঁশিয়ারি, কেউ যদি মনে করেন, এটা বিজেপির জমিদারি, মানুষকে মেরে এই সরকার চলবে না ৷ রাম-বাম-শ্যাম এক হয়েছে ৷
একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলাকে ভাতে মারতে বলে আসছে ৷ কিন্তু আসলে বাংলার মানুষের ক্ষতি করছে ৷ তার পর আবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন, ‘‘লজ্জা করে না ৷ ক্ষমতা দেখাচ্ছো ৷ এই ক্ষমতা আজ আছে কাল নেই ৷ আজ ক্ষমতায় তাই তুমি হিরো, কাল ক্ষমতায় থাকবে না, তুমি বিগ জিরো ৷’’
জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি: সম্প্রতি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতররের তল্লাশি (IT Raid at TMC MLA House) ৷ সেই তল্লাশিতে প্রায় 11 কোটি টাকা উদ্ধার হয় ৷ সেই প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, ‘‘জাকির একটা বিড়ি শিল্পপতি ৷ দোষ থাকলে আইনত ব্যবস্থা নেবে ৷’’ তাঁর অভিযোগ, জাকির হোসেন শুধু তৃণমূল কংগ্রেসের নেতা বলে তাঁকে হেনস্তা করা হয়েছে ৷
এর পরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘তার যে 20 হাজার বিড়ি শ্রমিক আছে, সেটা তোমরা চোখে দেখো না ! তাঁদের মাইনে কি ব্যাংকে দেবে ? ক’টা বিড়ি শ্রমিকের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ? ক’টা চাষির ব্যাংক অ্যাকাউন্ট আছে ?’’ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘মানুষের অধিকার কেড়ে নেওয়া চলবে না ৷ জাকির যথেষ্ট সেফ অ্যান্ড সাউন্ড ৷ ওরা বুঝে নেবে ওদেরটা ৷ ওকে তো প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল ৷’’