সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ তৈরি করতে চান গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) ৷ এই বিষয়ে তিনি সাহায্য চেয়েছেন রাজ্য সরকারের ৷ সোমবার বিষয়টি প্রকাশ্যে এনেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সেই সভা থেকেই তিনি এই বিষয়টি সামনে আনেন ৷ পাশাপাশি অরিজিতের দরাজ প্রশংসাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় ৷
অরিজিতের মেডিক্য়াল কলেজ: এদিন মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদের জঙ্গিপুরে একটি মেডিক্যাল কলেজ করতে চান অরিজিৎ সিং (Medical College in Jangipur) ৷ সেই বিষয়ে তাঁর কাছে সরকারের সাহায্য প্রার্থনা করেছেন অরিজিৎ ৷ তাঁর উদ্যোগে সরকার তাঁকে সর্বতোভাবে সাহায্য করবে এদিন মঞ্চ থেকে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মুখ্যমন্ত্রীর গলায় অরিজিতের প্রশংসা: গায়ক হিসেবে দেশে-বিদেশে বিখ্যাত অরিজিৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে ৷ বাংলার ওই জনপদের সঙ্গে তাঁর যোগাযোগ অক্ষুণ্ণ ৷ সেলিব্রিটি হয়েও সাধারণ মানুষের মতোই তাঁর চলাফেরা বলে অনেকেই প্রশংসা করেন ৷ এবার সেই প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও (Mamata Praises Arijit) ৷ অরিজিৎ ঠিক কতটা ‘সাধারণ’, তা বোঝাতে গিয়ে মমতা বলেন, ‘‘ও মা মাটি মানুষের লোক ৷’’ এর পর নিজের বক্তব্য়ের ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, অরিজিৎ আসলে মাটিতে পা দিয়ে চলে৷ কোনও অহঙ্কার নেই ৷
অরিজিৎ-বিতর্ক: গত ডিসেম্বরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড-টলিউডের অনেক অতিথি ৷ সেই তালিকায় ছিলেন অরিজিৎ সিং ৷ তাঁকে মঞ্চে গান গাইতে অনুরোধ করা হয় ৷ তিনি তাঁর গাওয়া দু’টি গানের থেকে দু’লাইন শোনান ৷ একটি বাংলা ও একটি হিন্দি ৷