পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Promises Murshidabad Development: আগামী 2-3 বছরে মুর্শিদাবাদের ভোলবদলে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভা থেকে তিনি মুর্শিদাবাদের জন্য তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ৷ পাশাপাশি আগামী 2-3 বছরের মধ্যে মুর্শিদাবাদের ভোলবদলে দেওয়ার আশ্বাস দেন (Mamata Promises Murshidabad Development) ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায়

By

Published : Jan 16, 2023, 5:01 PM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: আচমকাই মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার ওই জেলার সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি জানান যে সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রীর সুব্রত সাহার আকস্মিক প্রয়াণের জেরেই তিনি অল্প সময়ের মধ্য়েই মুর্শিদাবাদ আসার পরিকল্পনা করেন ৷ আর সেই পরিকল্পনামাফিকই তিনি এদিন হাজির হন সেখানে ৷

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন (Mamata Slams Modi Government) ৷ কেন্দ্রের তরফে প্রতিনিধি দল পাঠানো থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া নিয়ে ফের সরব হন ৷ পাশাপাশি মুর্শিদাবাদবাসীর জন্য তাঁর সরকার ঠিক কী কী করেছেন সেই খতিয়ানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি আগামী দু-তিন বছরেরর মধ্য়ে মুর্শিদাবাদ জেলার ভোলবদলের প্রতিশ্রুতি দিয়েছেন ৷

কেন এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও দিতে গিয়ে এই জেলায় ভোটে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের কথা উল্লেখ করেছেন ৷ এখানকার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে ৷ তাই তিনি এই জেলার উন্নয়নের গতি আরও বাড়াতে চান বলে স্পষ্ট করে দিয়েছেন ৷ প্রসঙ্গত, একদা কংগ্রেসের (Congress) গড় মুর্শিদাবাদে এখন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আধিপত্য বেশি ৷ 2019 এর লোকসভা নির্বাচনে তার প্রমাণ মিলেছিল ৷ তার পর 2021 সালের বিধানসভা ভোটেও ওই জেলায় ভালো ফল করেছে ঘাসফুল শিবির ৷

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী সাগরদিঘির ধলারপাহাড়ের ওই প্রশাসনিক সভা থেকে 79 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি 614 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন । একই সঙ্গে জানান যে দুয়ারে সরকার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলি থেকে এই জেলার মানুষ কতটা উপকৃত হচ্ছেন ৷

মুর্শিদাবাদের অন্যতম বড় সমস্যা নদী ভাঙন ৷ প্রতিদিনই বিঘের পর বিঘে জমি নদীর গ্রাসে চলে যাচ্ছে ৷ ভিটেমাটি হারাচ্ছে বহু মানুষ ৷ গঙ্গায় তলিয়ে যাচ্ছে স্কুল-স্বাস্থ্যকেন্দ্র সহ আরও অনেক কিছু ৷ এদিন সাগরদিঘির সভা থেকে এই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী ৷ নদী ভাঙন রোধে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব তিনি ৷ অভিযোগ করেন, মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷

তাছাড়া এদিনের সভা থেকে তিনি আগাগোড়া কেন্দ্রকে আক্রমণ করেন ৷ জঙ্গিপুরের বিধায়ক তৃণমূলের কংগ্রেসের জাকির হোসেনের বাড়ি ও কারখানার আয়কর দফতরের হানা নিয়েও তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ৷ জাকিরের পাশে থাকার বার্তা দেন তিনি ৷

আরও পড়ুন:জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ তৈরিতে অরিজিতের প্রস্তাবে সাহায্যের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details