সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: আচমকাই মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার ওই জেলার সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি জানান যে সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রীর সুব্রত সাহার আকস্মিক প্রয়াণের জেরেই তিনি অল্প সময়ের মধ্য়েই মুর্শিদাবাদ আসার পরিকল্পনা করেন ৷ আর সেই পরিকল্পনামাফিকই তিনি এদিন হাজির হন সেখানে ৷
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন (Mamata Slams Modi Government) ৷ কেন্দ্রের তরফে প্রতিনিধি দল পাঠানো থেকে কেন্দ্রীয় প্রকল্পের টাকা না দেওয়া নিয়ে ফের সরব হন ৷ পাশাপাশি মুর্শিদাবাদবাসীর জন্য তাঁর সরকার ঠিক কী কী করেছেন সেই খতিয়ানও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি আগামী দু-তিন বছরেরর মধ্য়ে মুর্শিদাবাদ জেলার ভোলবদলের প্রতিশ্রুতি দিয়েছেন ৷
কেন এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও দিতে গিয়ে এই জেলায় ভোটে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের কথা উল্লেখ করেছেন ৷ এখানকার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে ৷ তাই তিনি এই জেলার উন্নয়নের গতি আরও বাড়াতে চান বলে স্পষ্ট করে দিয়েছেন ৷ প্রসঙ্গত, একদা কংগ্রেসের (Congress) গড় মুর্শিদাবাদে এখন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আধিপত্য বেশি ৷ 2019 এর লোকসভা নির্বাচনে তার প্রমাণ মিলেছিল ৷ তার পর 2021 সালের বিধানসভা ভোটেও ওই জেলায় ভালো ফল করেছে ঘাসফুল শিবির ৷