সাগরদিঘি, 19 মার্চ: সাগরদিঘির হার নিয়ে মমতার নিশানায় ফের অধীর চৌধুরী (Adhir Choudhury) ৷ সরাসরি এবার কংগ্রেস, বিজেপি এবং বামেদের অনৈতিক জোট নিয়ে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ অধীর চৌধুরীর পাশাপাশি এদিন রাহুল গান্ধির উদ্দেশেও তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷
রবিবার তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকে মুর্শিদাবাদের দুই গুরুত্বপূর্ণ নেতা খলিলুর রহমান ও আবু তাহেরের উপর যথেষ্ট আস্থা পোষণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত শুক্রবার কালীঘাটের (Kalighat) দলীয় বৈঠকে এই দুই নেতার উপর মুখ্য়মন্ত্রী ক্ষুব্ধ বলে সংবাদ মাধ্য়মের একাংশ প্রচার করে। এদিনের ভার্চুয়াল বৈঠকে অবশ্য় তেমন কিছু দেখা যায়নি ৷ তবে এদিন বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে আরএসএস যোগের চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর সংযোজন, "আমি তোমার সঙ্গে দিল্লিতে দোস্তি করব। আর এখানে তুমি বিজেপির (BJP) সঙ্গে মস্তি করবে। এটা চলতে পারে না। আমি বিজেপির কাছে মাথা নত করিনি। মাথা নত করেছে কংগ্রেস।"
উল্লেখ্য, রবিবার মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে বৈঠকে দলের গুরুত্বপূর্ণ নেতা জেলা সভাপতি সায়নি সিংহ রায়ের ফোনে খলিলুর রহমান, আবু তাহের-সহ জেলার বিধায়ক সাংসদদের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেখানেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ্যে এসেছে। এদিন সাগরদিঘি নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সাগর দিঘিতে অনৈতিক লড়াই হয়েছে। যিনি জিতেছেন তিনি কার লোক? বিজেপির। তাকেই প্রার্থী করেছে কংগ্রেস। আর সমর্থন দিয়েছে সিপিএম।" পরোক্ষে মমতার অভিযোগ, অধীর চৌধুরী, আরএসএসের হাত শক্ত করছে এখানে। অধীর চৌধুরী বিজেপির 'এক নম্বর লোক' বলেও এদিন তীব্র কটাক্ষ করেন মুখ্য়মন্ত্রী।