বহরমপুর, 22 মে : মুর্শিদাবাদের মাটিতে প্রথম ফলন হল মাল্টা ফলের । জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলের পাকুড়দিয়ারে তিন বিঘা জমিতে এই ফলের চাষ করেছেন সিরাজুল সালাহি । বছর দেড়েকের মধ্যেই গাছে ফল হওয়ায় খুশি ফল চাষি (New Fruit cultivated in Murshidabad)। জেলায় প্রথম মাল্টা ফলের বাগান পরিদর্শন করে ফল চাষিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী । এসডিও, বিডিও, কৃষি অধিকর্তাকে নিয়ে বাগান পরিদর্শন করলেন জেলাশাসক । কমলা লেবু জাতীয় এই ফল পুষ্টিগুণে উন্নত বলেই জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা ।
জাম্বুর ও কমলার সংকরায়নে তৈরি মাল্টা ফলের ব্যাপক চাষ হয় বাংলাদেশের পাহাড়ি এলাকায় । বাংলায় এই চাষ নেই বললেই চলে । প্রথাগত চাষের বাইরে বেড়িয়ে সিরাজুল ইউটিউব ঘেঁটে ও দেখে মাল্টা ফল চাষের উদ্যোগ নেন । নিজের তিন বিঘা জমিতে এই ফল চাষ শুরু করেন । দেড় বছরের গাছে ইতিমধ্যে ভরতি ফল আসায় উচ্ছসিত সিরাজুল ।