জঙ্গিপুর, 23 সেপ্টেম্বর : পূর্ব ঘোষণামতো কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ফরাক্কার পাঁচবারের বিধায়ক মইনুল হক ওরফে মানু ৷
বৃহস্পতিবার জঙ্গিপুরের এমডিআই মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভার মঞ্চ থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন মানু। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যোগ দিলেন তিনি ৷ মইনুল হকের তৃণমূলে যোগদানের ফলে নিজের গড়ে আরও শক্তি ক্ষয় হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ছিলেন মইনুল। তাঁর শিবির বদলের জল্পনাও চলছিল। অবশেষে গত মঙ্গলবার তিনি জানিয়ে দেন, কংগ্রেস ছাড়ছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দলছাড়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠিও দেন ৷ রাজনৈতিকভাবে টিকে থাকতেই দলবদলের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। অধীর চৌধুরীকেও ফোনে তিনি জানিয়েছিলেন, নানা কারনে তাঁকে দলবদল করতে হচ্ছে।