পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনায় আটক মূল অভিযুক্ত, জেরায় মিলল একাধিক সূত্র

জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে 10 অক্টোবর দু'জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ।

জিয়াগঞ্জ

By

Published : Oct 12, 2019, 5:51 PM IST

Updated : Oct 12, 2019, 6:17 PM IST

বহরমপুর, 12 অক্টোবর : জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷ তাকে জেরা করে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে 10 অক্টোবর দু'জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

গতকাল বিকেলে লালবাগের SDPO বরুণ বৈদ্যের নেতৃত্বে সিউড়ির একটি হোটেল থেকে আটক করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত শৌভিককে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক ওরফে দীপের সঙ্গে নিহত বিউটি পালের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল । পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শৌভিককে । শৌভিককে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়েছে । তবে, লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুনের তদন্তে CID, আজ ঘটনাস্থানে গেল দল

উল্লেখ্য, জেলা পুলিশের পাশাপাশি জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক খুনের ঘটনার তদন্তে নেমেছে CID । CID-র বিশেষ তদন্তকারী দল আজ ঘটনাস্থানে গেছে । ভবানীভবন সূত্রে এই খবর পাওয়া গেছে । CID-র তদন্তকারীরা আটক দু'জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর । পাশাপাশি যে ব্যক্তিরা খুনের পর আততায়ীদের বাড়ির পিছন দিয়ে পালাতে দেখেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারী দল । উল্লেখ্য, গতরাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্তে CID-র সহযোগিতা চায় । তার আগেই নিহতদের পরিবারের তরফে CID তদন্তের দাবি উঠেছিল । পুলিশের আশা দ্রুত ঘটনার কিনারা হবে ।

Last Updated : Oct 12, 2019, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details