বহরমপুর, 16 নভেম্বর: অবাধে লুঠ হচ্ছে বন্ধ সুগার মিলের হাজার হাজার একর জমির মাটি (Soil Smuggling) । ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে সুগার মিলের জায়গা । প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে চলেছে মাটি মাফিয়াদের এই চোরা কারবার ।
জমি দখলে রাখতে মরিয়া সুগার মিল কর্তৃপক্ষ ৷ স্থানীয় থানা, এসপি, ডিওএম এমনকী নবান্ন পর্যন্ত দৌড় ঝাঁপ করেছেন তারা । কিন্তু আটকানো যায়নি মাটি চুরি বা জমি দখল । ঘটনাটি বেলডাঙ্গা-2 ব্লকের অধীন রামনগরের ।
এখানে খৈতান কোম্পানির আট হাজার একর জমি রয়েছে । একসময় এখানেই ছিল মণিন্দ্র সুগার মিল । মুর্শিদাবাদের এই সুগার মিলের নাম ডাক ছিল দেশ জুড়ে। বর্তমানে সুগার মিল বন্ধ হয়ে পড়ে রয়েছে । সুগারমিল এখন বন্ধ থাকার সুযোগে এই জমি কিছু মানুষ জবরদখল করে চাষ করছে । আর কিছু মাটি মাফিয়া (Soil Mafia) রাতের অন্ধকারে বিদুপাড়া, সোমপাড়া, ও চন্দপুর এলাকায় 10-12 ফুট গভীরতায় বিঘার পর বিঘা জমির মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে ।