সুতি, 5 জুন : মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় আত্মহত্যার পথ বেছে নিল ছাত্রী । শনিবার সন্ধেয় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর পথ বেছে নেয় ছাত্রী । ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানার আমুহা গ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম মাম্পি দাস (16) । সুতি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Madhyamik passed student died by suicide over unsatisfactory result) ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুতি থানার আমুহা কদমতলা হাইস্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাম্পি দাস । শুক্রবারই মাধ্যমিকের ফল প্রকাশিত হয় । স্কুল থেকে নিজের মার্কশিট এনে মনমরা হয়ে থাকে সে । পরিবারের দাবি, ফলাফল ভাল না-হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে । পরিবারের লোকজন তাকে বুঝিয়েছিল, উচ্চমাধ্যমিকে ভাল ফল করতে পারলেই হবে ।