পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা বিবাহিত প্রেমিকারও - বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ায় সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক

বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ায় সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক ।

আত্মঘাতী যুবক

By

Published : Aug 19, 2019, 11:10 PM IST

বহরমপুর, 19 অগাস্ট : সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক । নাম অনিমেষ রায়চৌধুরি (28) । বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ার ঘটনা । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । ঘটনায় প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের বোন অপর্ণা রায় ।

অনিমেষ ও যুবতির সম্পর্কের কথা জানত উভয় পরিবারই । তাঁদের সম্পর্ক ছিন্ন করে পিছিয়ে আসতে বলা হয়েছিল পরিবারের তরফে । কিন্তু উভয়েই তা পারেননি । সম্প্রতি দু'জনের সম্পর্কে ফাটল ধরে । গতরাতে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলারও চেষ্টা করেন অনিমেষ । কিন্তু কথা হয়নি । পরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মঘাতী হন । প্রেমিকের এই পোস্ট দেখে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবতিও । বর্তমানে বহরমপুরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details