পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা অটোর, আহত দুই - ময়ূরেশ্বর থানা

আহত দুই ব্যক্তির নাম রামপ্রসাদ মণ্ডল ও সাবির হোসেন । রামপ্রসাদ মণ্ডল অটোচালক ও সাবির হোসেন লরির চালক ।

seriously injured two drivers
গুরুতর আহত দুই চালক

By

Published : Nov 3, 2020, 9:31 AM IST

ময়ূরেশ্বর, 3 নভেম্বর : কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কে কলেশ্বর মোড়ে দুর্ঘটনায় আহত হলেন দুইজন চালক । অটো ও লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ওই দুইজন । গতরাতে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার কলেশ্বর মোড়ের কাছে । গুরুতর আহত অবস্থায় দুইজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহত দুই ব্যক্তির নাম রামপ্রসাদ মণ্ডল ও সাবির হোসেন । রামপ্রসাদ মণ্ডল অটোচালক ও সাবির হোসেন লরির চালক । ময়ূরেশ্বর থানার কলেশ্বর মোড়ের কাছে সাবির হোসেন তাঁর লরিটিকে দাঁড় করিয়ে লরির কন্ডিশন দেখছিলেন । সেইসময় অটোচালক রামপ্রসাদ মণ্ডল নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারেন ।

যার জেরে আহত হন লরির চালক সাবির হোসেন ও অটো চালক রামপ্রসাদ মণ্ডল । তড়িঘড়ি তাঁদের গুরুতর আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । খবর পেয়ে ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনাস্থানে যান । গাড়ি দুটিকে পুলিশি হেপাজতে নেওয়া হয় । পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details