পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Accident in Farakka Barrage: চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে - ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা

নিয়ন্ত্রণ হারিয়ে ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা মারল একটি লরি । মালগাড়ির চালক এমারজেন্সি ব্রেক কষায় রক্ষা পাওয়া গিয়েছে বড়সড় দুর্ঘটনা থেকে । লরির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ ৷

Accident in Farakka Barrage
ফরাক্কা ব্যারেজে মালগাড়িতে লরির ধাক্কা

By

Published : Aug 22, 2023, 10:54 AM IST

Updated : Aug 22, 2023, 11:54 AM IST

নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা মালগাড়িতে

ফরাক্কা, 22 অগস্ট: নিয়ন্ত্রণ হারিয়ে ফরাক্কা ব্যারেজের ডাউন লাইনে আসা একটি মালগাড়িকে ধাক্কা মারল 14 চাকার লরি । চালক ঘুমিয়ে পড়ায় এই বিপত্তি বলে মনে করছে পুলিশ ৷ ফরাক্কা ব্যারেজের রেলিং ভেঙে মালগাড়িটিকে ধাক্কা মারে লরিটি । এমারজেন্সি ব্রেক করে কোনওরকমে ডাউন লাইনে ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে মালগাড়িটি । নিজের তৎপরতার জেরে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন মালগাড়ির চালক । তবে ঘটনায় গুরুতর জখম হয়েছেন লরির চালক । মঙ্গলবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের উপর । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিআইএসএফ ও পুলিশের কর্মকর্তারা ।

জানা গিয়েছে, এদিন মালদা থেকে ডাউন লাইনে ফরাক্কার দিকে আসছিল মালগাড়িটি । অপরদিকে 14 চাকার লরিটিও মালদার দিক থেকে ফরাক্কার দিকে আসছিল । একই সময়ে ফরাক্কার দিক থেকে মালদার দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর । 14 চাকার লরির চালক ব্যারেজের ওপর দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে । তারপরেই গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ব্রিজের রেলিং ভেঙে ডাউন লাইনে সজরে ধাক্কা মারে মালগাড়িতে । দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে-মুচড়ে যায় ট্রাক্টর ও লরিটি । জখম লরি চালককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে ।

ফরাক্কা থানার পুলিশ জানিয়েছে, লরির চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে । লরি ও ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ । ক্রেন দিয়ে লরিটিকে সরানোর ব্যবস্থা করা হয়েছে । এই ঘটনার জেরে ব্যস্ত ফরাক্কা ব্যারেজে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ তবে পুলিশ দ্রুত গাড়িগুলি সরিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় ৷ এরপরেই সেখানে আবার পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে ৷

আরও পড়ুন: ফরাক্কা ব্যারেজের উপর ডাম্পার-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত 3

তবে এর আগেও ফরাক্কা ব্যারেজে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ ফেব্রুয়ারি মাসে ডাম্পার ও লরির সংঘর্ষে তিনজন আহত হয়েছিলেন ৷ ঘটনার জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ৷

Last Updated : Aug 22, 2023, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details