ডোমকল, 23 এপ্রিল : কেরালায় রাজমিস্ত্রির কাজ করতেন । লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি । ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়ি ফিরবেন । কিন্তু সে ইচ্ছে পূরণ হল না । লকডাউনের মাঝেই মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের এক শ্রমিকের । মৃতের নাম আনসার আলি শেখ (47)।
ডোমকলের গড়াইমারির সাহাদিয়াড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন আনসার আলি শেখ। মাস পাঁচেক আগে কেরালায় গিয়েছিলেন তিনি । সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন । দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন । তড়িঘড়ি স্থানীয় এক হাসাপাতালে ভরতি করা হয় তাঁকে । গতকাল সেখানেই মৃত্যু হয় তাঁর ।