পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেরালায় আটকে পড়েছিলেন, মৃত্যু হল ডোমকলের শ্রমিকের - lockdown news

ডোমকলের গড়াইমারির সাহাদিয়াড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা আনসার আলি শেখ। মাস পাঁচেক আগে কেরালায় গিয়েছিলেন । লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি ।

ছবি
ছবি

By

Published : Apr 23, 2020, 10:35 PM IST

ডোমকল, 23 এপ্রিল : কেরালায় রাজমিস্ত্রির কাজ করতেন । লকডাউনের জেরে আর বাড়ি ফিরতে পারেননি । ভেবেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়ি ফিরবেন । কিন্তু সে ইচ্ছে পূরণ হল না । লকডাউনের মাঝেই মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের এক শ্রমিকের । মৃতের নাম আনসার আলি শেখ (47)।

ডোমকলের গড়াইমারির সাহাদিয়াড় মাঠপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন আনসার আলি শেখ। মাস পাঁচেক আগে কেরালায় গিয়েছিলেন তিনি । সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন । দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন । তড়িঘড়ি স্থানীয় এক হাসাপাতালে ভরতি করা হয় তাঁকে । গতকাল সেখানেই মৃত্যু হয় তাঁর ।

পরিবারের তরফে জানা গেছে, লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন । কোনও রোজগার ছিল না । বাড়িতেও টাকা পাঠাতে পারছিলেন না । বাড়িতে বারবার ফোন করে বলতেন, "তোমাদের জন্য টাকা পাঠাতে পারছি না । তোমাদের কীভাবে চলছে?" বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন । অবসাদের জেরেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান ।

এখন কেরালাতেই রয়েছে মৃতদেহ। এই মুহূর্তে তা বাড়িতে আনার আর্থিক সামর্থ্য নেই বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ABOUT THE AUTHOR

...view details