পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন ভেঙে চাল, আলু বিতরণের অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে - লকডাউন ভেঙে চাল, আলু বিতরণ

অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, যেহেতু কেন্দ্রটি আজ থেকে বন্ধ থাকছে, তাই অভিভাবকদের চাল ও আলু দেওয়া হয়েছে। তাতেই উপচে পড়ে ভিড়।

complaint against Anganwadi center
অঙ্গনওয়াড়ি কেন্দ্র

By

Published : Mar 24, 2020, 5:28 PM IST

Updated : Mar 24, 2020, 6:47 PM IST

সুতি, 24 মার্চ: লকডাউন অবস্থায় চাল, আলু বিলি করতে গিয়ে জমায়েত করে বিতর্কে জড়াল সুতির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ ভাঙা তথা সচেতনতাহীনতার অভিযোগ উঠেছে। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের দাবি, যেহেতু কেন্দ্রটি আজ থেকে বন্ধ থাকছে, তাই অভিভাবকদের ডেকে দু'কেজি করে চাল ও আলু দেওয়া হয়েছে। কোরোনা সংক্রমণ বিষয়ে সতর্ক থাকতে এদিন লিফলেটও বিলি করা হয় বলে দাবি করেন কর্মীরা।

লকডাউন ভাঙার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে

এক অঙ্গনওয়াড়ি কর্মী অঞ্জনা মজুমদার বলেন, "আজ থেকে সেন্টার বন্ধ৷ তাই বাচ্চাদের মা-বাবাদের ডেকে চাল আর আলু বিলি করি৷ এর আগে বাড়ি বাড়ি গিয়ে সচেনতনার বার্তা দিয়েছি৷ আজও লিফলেট বিলি করেছি৷ "

যদিও সোমবার বিকেল পাঁচটা থেকে জেলাজুড়ে কোরোনা সতর্কতায় লকডাউন কার্যকর হয়েছে। একই সঙ্গে সবরকম জমায়েতে এড়াতে বলা হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু এদিন সকালে সুতির বংশবাটি ICDS কেন্দ্রে চাল ও আলু বিতরণকে কেন্দ্রে করে উপচে পড়ে অভিভাবকদের ভিড়।

এই ধরনের ঘটনায় কোরোনা সংক্রমণ ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। ICDS কেন্দ্রটি সরকারি বিধিনিষেধ ভেঙেছে বলেও অভিযোগ উঠেছে।

Last Updated : Mar 24, 2020, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details