সুতি, 24 মার্চ: লকডাউন অবস্থায় চাল, আলু বিলি করতে গিয়ে জমায়েত করে বিতর্কে জড়াল সুতির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ ভাঙা তথা সচেতনতাহীনতার অভিযোগ উঠেছে। যদিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের দাবি, যেহেতু কেন্দ্রটি আজ থেকে বন্ধ থাকছে, তাই অভিভাবকদের ডেকে দু'কেজি করে চাল ও আলু দেওয়া হয়েছে। কোরোনা সংক্রমণ বিষয়ে সতর্ক থাকতে এদিন লিফলেটও বিলি করা হয় বলে দাবি করেন কর্মীরা।
এক অঙ্গনওয়াড়ি কর্মী অঞ্জনা মজুমদার বলেন, "আজ থেকে সেন্টার বন্ধ৷ তাই বাচ্চাদের মা-বাবাদের ডেকে চাল আর আলু বিলি করি৷ এর আগে বাড়ি বাড়ি গিয়ে সচেনতনার বার্তা দিয়েছি৷ আজও লিফলেট বিলি করেছি৷ "