মুর্শিদাবাদ, 22 নভেম্বর:হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে নিম্ন আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিন দেওয়ার ঘটনায় সিআইডির জালে আইনজীবী । একইসঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি । সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন ছেলে লাবু শেখ । এক আইনজীবীকে সঙ্গে নিয়ে ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিল লাবু । তাঁকেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তার জন্য প্রায় 27 লাখ টাকা নেন অভিযুক্ত আইনজীবী।
মঙ্গলবার রাতে কাটোয়া থেকে আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করে সিআইডি । যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লালু শেখ । উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির মামলায় কলকাতা হাইকোর্টের জামিন সংক্রান্ত নথি জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয় । সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে । পরে নথি খতিয়ে দেখে বোঝা যায় জামিনের নির্দেশের নথি সম্পূর্ণ ভুয়ো । বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে ।