বেলডাঙা, 14 অগাস্ট: মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷ এই ঘটনায় জখম হন দুজনই ৷
আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম সাবিনা বিবি ৷ আজ দুপুর দুটো নাগাদ বেলডাঙা পৌরসভায় কর্তব্যরত সাবিনার উপর আচমকা হামলা চালায় ওই মত্ত যুবক ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক ৷ এই ঘটনায় সাবিনাও টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে আঘাত পান ৷ অন্যদিকে, মত্ত ওই যুবককে স্থানীয়রা তাড়া করলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায় ৷ তার পায়ে চোট লাগে ৷