পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার - civic volunteer attack at murshidabad

মত্ত যুবকের হাতে আক্রান্ত এক মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার

By

Published : Aug 14, 2019, 11:36 PM IST

বেলডাঙা, 14 অগাস্ট: মত্ত যুবকের হাতে আক্রান্ত মহিলা সিভিক ভলান্টিয়ার ৷ বেলডাঙা পৌরসভার ঘটনা ৷ এই ঘটনায় জখম হন দুজনই ৷

আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম সাবিনা বিবি ৷ আজ দুপুর দুটো নাগাদ বেলডাঙা পৌরসভায় কর্তব্যরত সাবিনার উপর আচমকা হামলা চালায় ওই মত্ত যুবক ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক ৷ এই ঘটনায় সাবিনাও টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে আঘাত পান ৷ অন্যদিকে, মত্ত ওই যুবককে স্থানীয়রা তাড়া করলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে যায় ৷ তার পায়ে চোট লাগে ৷

আরও পড়ুন : বেলডাঙায় উদ্ধার প্রায় 50টি বোমা

খবর পেয়ে ঘটনাস্থানে যায় বেলডাঙা থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ ৷ হঠাৎ সে কেন সিভিক ভলান্টিয়ারের উপর হামলা করল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details