সামশেরগঞ্জ, 30 মার্চ:হেরোয়িন পাচারের অভিযোগে ধৃত তরুণীকে (Lady Arrested for alleged Heroin Smuggling) তিনদিনের জন্য পুলিশ হেফাজতে (Three Days Police Custody) পাঠানোর নির্দেশ দিল মুর্শিদাবাদের বহরমপুর আদালত ৷ ধৃত তরুণীর নাম মারিয়ম খাতুন ৷ 24 বছরের মারিয়ম বীরভূম জেলার দুবরাজপুরের বাসিন্দা ৷ বুধবার রাতে তাঁকে পাকড়াও করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ মারিয়মের কাছ থেকে 759 গ্রাম হেরোয়িন উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারদর প্রায় 70 লক্ষ টাকা (Heroin Seized worth Rs 70 Lakh) !
পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, মারিয়মের গ্রেফতারি এবং তাঁর কাছ থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনা তাদের বড় সাফল্য ৷ বস্তুত, মাদক পাচারের খবর আগে থেকেই পেয়েছিল সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ তাদের কাছে খবর ছিল, উত্তরবঙ্গে থেকে মুর্শিদাবাদের হয়ে বীরভূমে মাদক পাচার করা হবে ৷ সেই মতোই ওঁৎ পেতে বসেছিল পুলিশ ৷ বুধবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানা এলাকার তারাপুরে মোতায়েন ছিলেন স্থানীয় থানার কর্মী ও আধিকারিকরা ৷ সেই সময়েই ওই এলাকায় আসেন মারিয়ম ৷ একেবারে সাদামাটা পোশাকে ছিলেন তিনি ৷ আপাতভাবে আর পাঁচজন পথচলতি তরুণীর সঙ্গে তাঁর কোনও ফারাক ছিল না ৷ মারিয়মের কাঁধে ছিল বেশ বড়সড় একটি লেডিস ব্যাগ ৷ সেটিও খুবই সাধারণ ৷ কিন্তু, আগে থেকে খবর থাকায় মারিয়মকে দেখে সন্দেহ হয় পুলিশ ৷ তাঁকে আটকে তাঁর ব্য়াগে তল্লাশি চালানো হয় ৷ আর তাতেই 'ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে' !