কান্দি , 25 মে : ভিনরাজ্য থেকে ফেরার পর প্রতিবেশীদের বাধায় বাড়ি ঢুকতে পারলেন না এক ব্যক্তি । বর্তমানে রাস্তাতেই দিন কাটছে তাঁর ।
কানপুর থেকে ফিরে রাস্তায় ঠাঁই কান্দির দীপঙ্করের - lockdown
ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন কান্দির দীপঙ্কর পাল । কিন্তু প্রতিবেশীরা তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেন। তাঁদের দাবি, হাসপাতাল বা প্রশাসনের কাগজ না দেখালে তিনি বাড়ি ঢুকতে পারবেন না ।
মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত রূপপুরের বাসিন্দা দীপঙ্কর পাল । কানপুরের একটি ফার্টিলাইজার কম্পানিতে কাজ করেন। লকডাউন একটু শিথিল হওয়ায় কানপুর থেকে বাসে করে গতকাল সকালে বর্ধমানে এসে পৌঁছান দীপঙ্করবাবু । সেখান থেকে ফের গাড়ি করে সন্ধে নাগাদ কান্দি আসেন । জেলায় পৌঁছানোর পর প্রথমে তিনি হাসপাতালে যান শারীরিক পরীক্ষার জন্য । কিন্তু সেখানে জানানো হয়, মঙ্গলবারের আগে কোনও পরীক্ষা করা হবে না । সেইমতো বাড়ি গেলে প্রতিবেশীরা তাঁকে ঢুকতে বাধা দেন । তাঁদের বক্তব্য, হাসপাতাল বা প্রশাসনের কোনও কাগজ না দেখালে তিনি বাড়ি ঢুকতে পারবেন না ।
এরপর দীপঙ্করবাবু কান্দি থানায় যান । কিন্তু সেখান থেকেও কোনও সাহায্য না মেলায় বাধ্য হয়ে রাস্তায় দাড়াঁতে হয়েছে তাঁকে। দীপঙ্করবাবু জানিয়েছেন, সরকারি তরফে কোনও সাহায্য আসছে না তাঁর কাছে । এখন তাঁর একটাই বক্তব্য, এত দূর থেকে এসেও না হাসপাতালে হল ঠাঁই, না তিনি বাড়িতে ঢুকতে পারলেন । মঙ্গলবারের আগে অবধি কোথায় থাকবেন তিনি সেই বিষয়টি ভাবাচ্ছে তাঁকে ।